গাংনীতে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ২১, ২০২১
130
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ১শ’গ্রাম গাঁজা সহ রবিউল ইসলাম (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। শনিবার মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোঁখতোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রবিউল ইসলাম উপজেলার মোহাম্মদপুর গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, চোঁখতোলা এলাকাদিকে মাদক পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউলকে গ্রেফতার করা হয। এসময় তার কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রবিউল ইসলামকে মাদক ব্যবসায়ী দাবি করে গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,তার বিরুদ্ধে গাংনী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।