গাংনীতে হেযবুত তওহীদের কর্মকান্ড বন্ধের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
গাংনী প্রতিনিধি : হেযবুত তওহীদ সংগঠনের কর্মকান্ড বন্ধের দাবীতে মেহেরপুরের গাংনীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর গাংনী উপজেলা শহরের দারুচ্ছালাম জামে মসজিদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উলামা পরিষদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেহেরপুর জেলা শাখা যৌথভাবে প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উলামা পরিষদের মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মুফতি হাফিজুর রহমান।
প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন উলামা পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ। প্রধান আলোচক ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের। বিশেষ মেহমান হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি মাওলানা মুহাম্মদ আবুল কালাম কাশেমী,চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামাল কাশেমী।
এসময় বক্তব্য রাখেন কুষ্টিয়ার বড় আইলচারা বালক-বালিকা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আব্দুল লতিফ খান,চুয়াডাঙ্গা ইসলামী আকিদা সংরক্ষণ পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ তারিক মাহমুদ। এছাড়াও বক্তব্য রাখেন গাংনী দারুচ্ছালাম জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রুহুল আমীন,মুফতি শফিকুল ইসলাম প্রমুখ। প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন মাওলানা সাদেকুর রহমান। প্রতিবাদ সভায় বক্তারা বলেন,হেজবুত তওহীদ একটি কুফরী সংগঠন। এ সংগঠনটি ইসলামের ক্ষতি করার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের এ কার্যক্রম বন্ধ না করলে,আগামীতে কঠোর আন্দোলন করা হবে।