আলমডাঙ্গায় ৩ তলা বিল্ডিং থেকে পড়ে-এ থাই গ্লাস লাগানোর শ্রমিক আহত
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ১৮, ২০২১
89
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গায় ৩ তলা বিল্ডিং-এ থাই গøাস লাগানোর সময় অসাবধানতায় পড়ে গিয়ে মারাত্মক আহত হয়েছেন চুয়াডাঙ্গার আলুকদিয়া গ্রামের সামিউল ইসলাম। ১৮ ফেব্রæয়ারী জেএস টাওয়ারের ৩ তলায় থাই গøাসের কাজ করার সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, আলমডাঙ্গা শহরের হাইরোডে অবস্থিত জেএসটাওয়ারের ৩ তলায় থাই গøাস সেটিং-এর কাজ করছে চুয়াডাঙ্গার বিসমিল্লাহ থাই। বিসমিল্লাহ থাই-র নিয়োগকৃত কয়েকজন ব্যক্তি গত বেশ কিছুদিন ধরে ওই বিল্ডিং-এ কাজ করছিল।
বৃহস্পতিবার অন্যান্যের সাথে কাজ করছিলেন চুয়াডাঙ্গার আলুকদিয়া গ্রামের মিলন আলীর ছেলে সামিউল ইসলাম (১৯)। দুপুরে অসাবধানতাবশত সামিউল ইসলাম ৩তলা থেকে নীচে পড়ে মারাত্মকভাবে আহত হন। তাকে দ্রæত উদ্ধার করে ফাতেমা ক্লিনিকে ভর্তি করে চিকিৎসাধীন রাখা হয়েছে।