৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বধ্যভূমি পার্ক নির্মাণ প্রক্রিয়া শুরু

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ১৭, ২০২১
90
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
smart | ছবি : 


আলমডাঙ্গায় বধ্যভূমি পার্ক নির্মাণ প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার ভেঙ্গে দেওয়া হয়েছে পার্কের নির্ধারিত সীমানায় অবস্থিত কয়েকটি অবৈধ স্থাপনা।


জানা যায়, চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সদিচ্ছায় উপজেলা প্রশাসনের তত্বাবধানে আলমডাঙ্গা বধ্যভূমি পার্ক নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে নির্মিতব্য পার্কটির ডিজিটাল স্কেচ ম্যাপ তৈরির কাজ শেষ হতে চলেছে। ইতোপূর্বে পরিমাপ করে নির্মিতব্য পার্কের সীমানা নির্দিষ্ট করা হয়েছে। অভিজ্ঞ প্রকৌশলি ও ডিজাইনার টিম কাজ শুরু করেছেন।


নির্মিতব্য পার্কটির সীমানার সরকারি জমিতে অবস্থিত অবৈধ্য স্থাপনা ভেঙ্গে সরিয়ে নিতে দু’বার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশের বাস্তবায়নের সময়সীমা শেষ হলেও সে সব স্থাপনা সরিয়ে নেওয়া হয়নি। এমতাবস্থায়, গতকাল বুধবার নির্মিতব্য পার্কের সীমানার সরকারি জমিতে অবস্থিত ১৪/১৫টি স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়েছে। অন্যান্য কিছু স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram