আলমডাঙ্গায় মোটরসাইকেল ট্রাক মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক মারাত্ম জখম

আলমডাঙ্গা চুয়াডাঙ্গা সড়কের বন্ডবিল গেটে মোটরসাইকেল ট্রাক মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক মারাত্ম জখম হয়েছে। ১৭ ফেব্রুয়ারী বিকালে আলমডাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে ভ‚ট্টা বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে জোরগাছা গ্রামের হাসান মারাত্ম আহত হয়।
জানাগেছে, জোরগাছা গ্রামের প্রবাসী মিনারুল ইসলামের ছেলে হাসান আলী(২৫) সুজুকি জিক্সার মোটরসাইকেল নিয়ে আলমডাঙ্গা শহরে আসে। বিকালে আলমডাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে বন্ডবিল গেটে ভ‚ট্টা বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ভ‚ট্টা বোঝাই ট্রাক ( যশোর-ট ১১-১২৮৩) টি উপজেলার কুলপালা গ্রামের। সকাল থেকে বটিয়াপাড়া গ্রাম থেকে ভূট্টা বোঝাই শেষে কুষ্টিয়া যাচ্ছিল। আলমডাঙ্গার বন্ডবিল গেটের সামনে পৌঁছালে মোটরসাইকেল চালক হাসান ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের নিচে চাপা পড়ে। এসময় ট্রাকটি দ্রæত ব্রেক করে ফেলায় হাসান প্রাণে বেঁচে গেলেও মারাত্ম জখম হয়।
মোটরসাইকেরটি ধুমড়ে মুছড়ে ভেঙ্গে যায়। জখম অবস্থায় হাসানকে ট্রাকের নিচ থেকে উদ্ধার করে আলমডাঙ্গার স্থানীয় ক্লিনিকে নিয়ে ভর্তি করে। পরে আলমডাঙ্গা থানার এসআই সোহাগ ও এসআই খসরু আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভাঙ্গা মোটরসাইকেল উদ্ধার ও ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। ট্রাকের ড্রাইভার ঘটনার পরপরই পালিয়ে যায় । এ সংবাদ লেখাবদি হাসান ক্লিনিকে চিকিৎসাধীন ছিল।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর- মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।