আলমডাঙ্গায় ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ন ওষুধ রাখার অপরাধে ৫ প্রতিষ্ঠানে জরিমানা
আলমডাঙ্গায় ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ন ওষুধ রাখার অপরাধে ৫ প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেছেন। ১৬ জানুয়ারী বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ কুমার বসাক ও মো: ফিরোজ হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা শহরের আনন্দধাম এলাকার বাবুল ফার্মেসী, লায়লা ফার্মেসী ও সাদা ব্রিজ এলাকার সুজন ফার্মেসী, রাবেয়া ফার্মেসী ও আল মদিনা ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালান। অভিযান পরিচালনা করে তাদের ফার্মেসী তল্লাশি করে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।
এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ কুমার বসাক ও মো: ফিরোজ হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আনন্দধাম এলাকার বাবুল ফার্মেসীর মালিককে ২ হাজার টাকা, লায়লা ফার্মেসীর মালিককে ২ হাজার টাকা জরিমানা করেন। একই অপরাধে কালিদাসপুর সাদাব্রিজ এলাকার সুজন ফার্মেসীর মালিককে ১ হাজার ৫শ টাকা, রাবেয়া ফার্মেসীর মালিককে ১ হাজার টাকা ও আল মদিনাে ফার্মেসীর মালিককে ১ হাজার টাকা জরিমানা করেন।
এসময় আলমডাঙ্গা থানার এসআই জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।