প্রাক্তন এমএলএ আব্দুর রাজ্জাক মিয়ার সহধর্মিণী আর নেই
আলমডাঙার সাবেক এমএলএর সহধর্মিণী সুরাইয়া বেগম আর নেই(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তিনি চিকিৎসাধিন অবস্থায় ঢাকার নিউরসাইএন্স হাস্পাতালে মারা গেছেন। সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হলে তাকে নিউরসাইএন্স হাসপাতালে চিকিৎসাধিন রাখা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
গতকাল বাদ আছর জানাজা শেষে লাশ আলমডাঙ্গার দারুসসালাম কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষের সমাগম ঘটে।
মৃতুকালে ৫ ছেলে,১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
প্রসংগত আব্দুর রাজ্জাক মিয়া ১৯৬৫ সালে তৎকালীন পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাছাড়া তিনি হারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে ছোটো ছেলে আলমডাঙা কলাকেন্দ্রের সভাপতি ইকবাল হুসাইন সকলের নিকট দোয়া চেয়েছেন।