গাংনীর গাড়াবাড়ীয়াতে ক্রিকেট খেলার উদ্বোধন করলেন চেয়ারম্যান রানা

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামে শাপলা ক্রিকেট খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বিকাল ৪টার সময় গাড়াবাড়ীয়া গ্রামের সাবেক খেলোয়াড় জিনারুল ইসলামের পরিচালানায় এই খেলার শুভ উদ্বোধন করা হয়।
মুক্তিযোদ্ধা সদর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে খেলার শুভ উদ্বোধন করেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক ও কাথুলী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মিজানুর রহমান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সন্ধানী স্কুল এন্ড কলেজের ক্রিড়া শিক্ষক ইমদাদুল হক,সাবেক ক্রিকেটার ইয়ার ইসলাম, হাফিজুল ইসলাম সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন,বর্তমানে যুব সমাজের খেলাধুলার প্রতি খুব অনিহা।তবে মাননীয় প্রধান মন্ত্রী যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলা ধুলার কর্মসূচি বাস্তবায়ন করেছেন।তারই লক্ষ্যে যুব সমাজকে খেলার দিকে ধাবিত করার জন্য গাড়াবাড়ীয়াতে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে।
আর প্রতি বছর যাতে খেলাটি পরিচালনা করা যায় সে ব্যাপারে আমি আপনাদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো।আর এর চেয়ে যাতে বড় ধনের খেলা আপনাদের উপহার দিতে পারি সে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন কুতুবপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রেজাউর রহমান।