নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মোবাইলফোন অফিস ভাংচুরের ঘটনায় রাতে আলমডাঙ্গায় তুলকালাম কান্ড
নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মোবাইলফোন অফিস ভাংচুরের ঘটনায় রাতে আলমডাঙ্গায় তুলকালাম কান্ড আলমডাঙ্গায় নৌকার ও স্বতন্ত্র প্রার্থী এম সবেদ আলীর মোবাইলফোনের অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে পরস্পরের কর্মী সমর্থকের বিরুদ্ধে। কলেজপাড়ায় অবস্থিত স্বতন্ত্র প্রার্থী এম সবেদ আলীর নির্বাচনী অফিস ভাংচুর করা হলে এ সংবাদ জানতে পেরে পরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা চাতালমোড়, কলেজপাড়া ও শেফা ক্লিনিকের পাশে এবং গোবিন্দপুর হরিতলার নৌকা প্রতিকের চারটি নির্বাচনী অফিস ভাংচুর করে।
স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা কলেজপাড়াস্থ নৌকা প্রতীকের কর্মি ছাত্রলীগ নেতা পারভেজ মিডেলের বাড়িতে ইট ছোড়ে ও গেটে কুড়াল জাতীয় অস্ত্র দিয়ে কুপিয়েছে। ১১ ফেব্রæয়ারী বৃহস্পতিবার রাতে পরস্পরের অফিস ভাংচুরের পরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের ও ভাংচুরকারীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশের মারমুখী অবস্থানে দুপক্ষের কর্মী পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পরস্পর অফিস ভাংচুরের সময় নৌকার পক্ষের কর্মি বিপ্লব, রশিদ ও শাহীনকে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা মেরে রক্তাত্ব জখম করে। তাদেরকে রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে প্রথমে শেফা ক্লিনিকে ভর্তি করে। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী নিয়ে ভর্তি করে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর কর্মী জাসদ নেতা নজরুল ইসলামের মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। পরে আলমডাঙ্গা থানা পুলিশ উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। এ সংবাদ লেখাবধি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।