কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-পাঠাগার সম্পাদকের মুজিবনগর পুস্পমাল্য অর্পণ
মেহেরপুর প্রতিনিধি। বাংলাদেশ ছাত্রলীগের উপ পাঠাগার সম্পাদক পদ পাওয়ায় মেহেরপুরের সন্তান এম আর মুকুল ইসলাম মেহেরপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেছে। এর আগে মুকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউট ছাত্রলীগের সাবেক সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন।
কেন্দ্রীয় কমিটির ৬৮ শূন্যপদে এম আর মুকুল ইসলামসহ আরো ৬৭ জনকে মনোনীত করা হয়েছে। মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধনকে সাথে নিয়ে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এসময় জেলা ছাত্রলীগের দফতর সম্পাদক ইব্রাহীম আলী,মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক শেখ সাকিব, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম খান,সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মোহন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, রাকিব হোসেন,এফ রহমান হল ছাত্রলীগের সহ সম্পাদক জাহিদুল ইসলাম আবির সহ জেলা ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।