আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনের জন্য আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বাছাই
আলমডাঙ্গা পৌর নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারী। আর এ নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিরীর পাশাপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা ব্যস্ত সময় কাটাচ্ছে। ৮ ফেব্রæয়ারী সকাল থেকে দুপুরাবদি উপজেলার বিভিন্ন এলাকায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মধ্য থেকে ১৩১ জন সদস্যেেক বাছাই করা হয়েছে।
জানাগেছে, আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। আর এ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্বপালনের জন্য ১৫ ভোট কেন্দ্রে ১৩১ জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যকে বাছাই করা হয়েছে। পিসি ও এপিসিসহ ৮৬জন পুরুষ ও ৪৫জন মহিলা দায়িত্বপালন করবেন।
বাছাই কমিটিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের সার্কেল এ্যাডজুট্যান্ট সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অনন্ত কুমার ঘোষ, আলমডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা প্রশিক্ষক মাজিদুল হক প্রমুখ।