২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দিনমজুর তুফানের মৃত্যু

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ২০, ২০২১
66
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

 মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পশুহাটে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাইসাইকেল আরোহী দিনমুজুর তুফানের মৃত্যু হয়েছে। ২০ জানুযারী বুধবার সন্ধ্যা ৬ টার দিকে মুন্সিগঞ্জ পশুহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়কের এ দুর্ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের পারকৃষ্ণপুর গ্রামের মৃত মসলেম আলীর ছেলে দিনমজুর ২ কন্যা সন্তানের জনক তুফান আলী(৩৫) বাইসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিল।  এসময় মুন্সিগঞ্জ পশুহাট প্রাথমিক বিদ্যালয়ের সামনে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়কে আসলে ঢাকা মেট্রো-ন-১৭-৮৭৬৩ মিনি ট্রাকের ধাক্কায়  বাইসাইকেল আরোহী  তুফান রাস্তায় ছিটকে পড়ে ।  রক্তাত্ব অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। হাসপাতালের কর্মব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ও লাশ হেফাজতে নেন।

অপরদিকে এলাকাবাসী মিনি ট্রাককে ধাওয়া করে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের সহযোগিতায় ট্রাকসহ ড্রাইভার ও হেলপারকে আটক করে। আটককৃতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার সাংহামহো গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ট্রাক চালক মিলন হোসেন (৩৫) ও একই গ্রামের সাবু আলীর ছেলে  হেলপার আলমগীর হোসেন (২২)।

এ ব্যপারে মুন্সিগঞ্জ ফাড়ি পুলিশের আইসি এসআই আসের আলী ২ জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

সড়ক দুর্ঘটনায় নিহত যুবক তুফান পেশায় দিনমজুর ছিলো। পরিবারে ছোট দুটি কন্যা সন্তান রয়েছে। তুফানের পিতাকে প্রায় ২৫ বছর আগে সন্ত্রাসীদের হাতে নিহত হন। তুফান ছোটবেলায় পিতাকে হারিয়ে অনেক দুঃখ কষ্টে সংগ্রাম করে মানুষ হয়েছে সে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দুই কন্যা সন্তান নিয়ে অনিশ্চয়তার প্রহর গুনছে সড়ক দুর্ঘটনায় নিহত তুফানের স্ত্রী হিরা খাতুন। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের লাশ সদর হাসপাতালের হিমঘরে রাখা ছিল। 

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram