চিকিৎসাসেবার মানোন্নয়নে বেসরকারি ডাক্তার সোসাইটির সাথে আলমডাঙ্গা ইউএনও’র মতবিনিময়
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ১৩, ২০২১
96
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
চিকিৎসা সেবার মানোন্নয়নে করণীয় বিষয়ে আলমডাঙ্গা বেসরকারি ডাক্তার সোসাইটির প্রতিনিধিদল আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীর সাথে মতবিনিময় করেছেন। ১৩ জানুয়ারি দুপুরে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এ মতবিনিময়কালে আলমডাঙ্গা বেসরকারি ডাক্তার সোসাইটি’র পক্ষে উপস্থিত ছিলেন ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, ডাক্তার নজরুল ইসলাম ও ডাক্তার আদিল উদ্দীন আদনান।
মতবিনিময়কালে আলমডাঙ্গায় চিকিৎসাক্ষেত্রে বিরাজমান সমস্যা নিয়ে আলোচনা করা হয়। কীভাবে চিকিৎসাসেবার মান উন্নত করা যায় সে বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। আলমডাঙ্গার ক্লিনিকগুলিকে সরকারি নির্দেশনা মোতাবেক পরিচালিত করতে উপজেলা নির্বাহী অফিসার বাধ্যবাধকতার মধ্যে আনার প্রত্যয় ব্যক্ত করেন।