স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মেহেরপুর বেলতলাপাড়ায় সেচ্ছাসেবকলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুর জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতিনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাত ৮ টার সময় সদর উপজেলা নবগঠিত শ্যামপুর ইউনিয়নের বেলতলাপাড়ার স্কুল প্রাঙ্গনে আলোচনা সভায় সভাতিত্ব করেন বেলতলা পাড়ার প্রবীণ আওয়ামী লীগ নেতা আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. এস এম ইব্রাহিম শাহিন। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুল।
দ্বিতীয় বক্তা ছিলেন সমাজসেবা জলমহল ও সমাজের প্রতিনিধি সহীদ সাদেক হোসেন বাবুল। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সোবাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক সাংগঠনিক কমান্ডার জাহাতাব আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির আলী মেম্বার, আব্দুল হান্নান, আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন, আলাল উদ্দিন, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল বাশার, মেহেরপুর শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল বিশ্বাস, গাংনী শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিফুল ইসলাম জীবন, সাধারণ সম্পাদক জীবন আকবর, ওয়ার্ড তাতীলীগের সভাপতি রবিউল ইসলাম রবি ও সুজন জোয়াদ্দার প্রমূখ।