আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ১ মাদক সেবীর কারাদন্ড ও ২ মাদক সেবীর জরিমানা

আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ মাদক সেবীর কারাদন্ড ও ২ মাদক সেবীর জরিমানা করেছে। ১০ জানুয়ারী উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, উপজেলার ভালাইপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে অহিদুল ইসলাম(৩০) দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। মাদকের টাকা জোগাড় করতে প্রায়ই বাড়িতে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করতো। বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র গোপনে বিক্রয় করে মাদক সেবন করতো। ১০ জানুয়ারী গোকুলখালী ক্যাম্প পুলিশের আইসি এসআই্ কামরুল হাসান ও এএসআই বিকাম চন্দ্র অভিযান চালিয়ে ওহিদুলকে গাঁজাসহ আটক করে।
অপর দিকে কুলপালা গ্রামের লিটন মল্লিকের ছেলে লিমন মল্লিক(২১) ও তার বন্ধু একই গ্রামের খলিলুর রহমানের ছেলে তামিম(২৩) গাঁজা সেবন করার জন্য কিনে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। এসময় গোকুলখালী ক্যাম্প পুলিশ তাদের আটক করে। আটকের পর উপজেলা নির্বাহী অফিসারের নিকট সংবাদ প্রদান করেন। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভালাইপুরের ওহিদুলকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং কুলপালার লিমনকে ৭ হাজার ও তামিমকে ১২ হাজার টাকা জরিমানা করেন।