রাস্তায় বালি ফেলে জনদূর্ভোগ সৃষ্টি করার অপরাধে জরিমানা
আলমডাঙ্গা হাইরোডের বড় মসজিদের সামনে রাস্তায় বালি ফেলে জনদূর্ভোগ সৃষ্টি করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেছে। ১০ জানুয়ারী সকালে উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মো: হুমায়ন কবীর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা শহরের হাইরোডের বড় মসজিদের সামনে ইয়াসিন ও লতা ফার্মেসীর মাঝে পুরাতন বিল্ডিং ভেঙ্গে নতুন বিল্ডিং তৈরী করছে। বিল্ডিংয়ের আশপাশে মালামাল রাখার জায়গা না পেয়ে মেইন রাস্তার উপর বালি নামিয়ে পরে সেগুলো শ্রমিক দিয়ে সরিয়ে নেয়।
১০ জানুয়ারী সকালে রাস্তার উপর ফিলিং বালি নামিয়ে শ্রমিক দিয়ে সরিয়ে নেওয়া শুরু করে। রাস্তায় বালি ফেলার কারণে চারতলার মোড় থেকে আলিফ উদ্দিন মোড় পর্যন্ত যানযোটের সৃষ্টি হয়। পরে উপজেলার সহকারী কমিশনার ভ‚মি মো: হুমায়ন কবীর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা মোতাবেক ৭ হাজার টাকা জরিমানা করেন। এসময় আলমডাঙ্গা থানার এসআই সঞ্জিত কুমার, এসআই সিদ্ধার্থ মন্ডল ও এসআই তৌকির আহমেদ উপস্থিত ছিলেন।