মেহেরপুর সমাজসেবা সমন্বয় পরিষদ নির্বাচনে আমিনুল ইসলাম খোকন পরিষদ নিরঙ্কুশ বিজয়
মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদ নির্বাচনে আমিনুল ইসলাম খোকন পরিষদ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে আমিনুল ইসলাম খোকন পরিষদ ১০ টি পদের মধ্যে একটিতে বিনাপ্রতিদ্বন্ধিতায় সহ ৯ টি পদে জয়লাভ করে। শুক্রবার সকাল ন’টায় মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরে এ নির্বাচন শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোটদান পর্ব চলে।
শহর সমাজসেবা সমন্বয় পরিষদের নির্বাচন উপলক্ষে ১০ টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। মোট ৭৬ জন ভোটারের মধ্যে ৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে আমিনুল ইসলাম খোকন (দেয়াল ঘড়ি প্রতীকে) ৪৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। নির্বাচনে অপর প্রার্থী নুরুল ইসলাম (ছাতা প্রতিকে) ২৪ ভোট পান। সহ-সভাপতি পদে মোয়াজ্জেম হেসেন (মই প্রতীকে) ৪৭ ভোট, রাহিনুর জামান পলেন (দোয়াত কলম প্রতীকে) ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম সম্পাদক পদে মিরাজুল ইসলাম(হাতি প্রতীকে) ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
সাংগঠনিক সম্পাদক পদে কামারুজ্জামান খান (টেলিফোন প্রতীকে) ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক পদে নাজমুল হাসান (চেয়ার প্রতীকে) ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। এবং নির্বাহী সদস্য পদে রিপন রেজা (সেলাই মেশিন প্রতীকে) ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনের নুরুল ইসলাম প্যানেলে একমাত্র বিজয়ী সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ইলিয়াস হোসেন (মাছপ্রতীকে)৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে কোষাধ্যক্ষ পদে সাহেদুজ্জামান রিপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মুজিবনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রউফ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এদিকে নির্বাচনে বিজয় লাভের পরে খোকন পরিষদকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানানো হয়।