আলমডাঙ্গায় ১শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী চাঁদ মিয়া আটক
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ৭, ২০২১
93
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে হাউসপুর হঠাৎপাড়া থেকে ১শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী চাঁদ মিয়াকে আটক করেছে। ৭ জানুয়ারী রাত ১০ টার দিকে হাউসপুর ঈদগা ময়দানের পিছন থেকে গাঁজা বিক্রয়কালে চাঁদ মিয়াকে আটক করে।
জানাগেছে, আলমডাঙ্গা শহর সংলগ্ন হাউসপুর হঠাৎপাড়ার বাবু শেখের ছেলে চাঁদ মিয়া(২২) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। চাঁদকে আটকের পর এলাকাবাসি জানায় সে বাইরে থেকে গাঁজা নিয়ে এসে আলমডাঙ্গা শহর , আনন্দধাম ব্রিজ ও হাউসপুর এলাকায় বিক্রয় করতো।
৭ জানুয়ারী রাতে গাঁজা বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই সিদ্ধার্থ মন্ডল ও এএসআই সাহাবুদ্দিন লস্কর অভিযান চালিয়ে ১শ গ্রাম গাঁজাসহ চাঁদ মিয়াকে আটক করে। আলমডাঙ্গা থানায় চাঁদ মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।