গাঁজা বিক্রয় ও সেবনের অপরাধে আলমডাঙ্গা প্রাগপুরের হালিমকে ১ বছরের কারাদন্ড
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ৬, ২০২১
152
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গাঁজা বিক্রয় ও সেবনের অপরাধে প্রাগপুরের হালিমকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। ৬ জানুয়ারী রাতে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী নির্বাহী ম্যাজিষ্ট্রেড হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, উপজেলার হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামের মৃত নাজির উল্লাহর ছেলে হালিম(৪০) দীর্ঘদিন পুলিশের চোখ ফাকি দিয়ে ওসমানপুর প্রাগপুর এলাকায় গাঁজা বিক্রয় ও সেবন করে আসছিল। ৬ জানুয়ারী রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসমানপুর ক্যাম্প পুলিশ অবিযান চালিয়ে গাঁজা বিক্রয়কালে ৪ পুরিয়া গাঁজাসহ হালিমকে আটক করে।
আটকের পর উপজেলা নির্বাহী অফিসারের নিকট সংবাদ প্রদান করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হালিমকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।