৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

হাটবোয়ালিয়া সানবি ব্রিক-এ কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ৫, ২০২১
91
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার হাটবোয়ালিয়া সানবি ব্রিক-এ কয়লার পরিবর্তে জ্বালানো হচ্ছে কাঠ। দূষিত হচ্ছে পরিবেশ ও ধ্বংস হচ্ছে বনজ সম্পদ।


জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ার সীমান্ত হেমায়েতপুর কোলঘেষে সানবি ব্রিকস নামে ইটভাটা অবস্থিত। এই সানবি ব্রিকস-এ প্রতিদিন আনুমানিক ৩শ মণ কাঠ জ্বালিয়ে ইট পোড়ানো হচ্ছে।

সরকারিভাবে কাঠ জ্বালিয়ে ইট পোড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও সানবি ব্রিকস সে সরকারি নির্দেশনা অমান্য করে চলেছে। হাটবোয়ালিয়া এলাকার কয়েকটি গ্রাম থেকে ১৩০ টাকা মণ দরে কাঠ ক্রয করে, সানবি ব্রিকস-এ ইট পোড়ানোর কাজে গত ৩/৪ মাস যাবৎ ব্যবহার করছে। জেলা প্রশাসকের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আইন অমান্য করে কাঠ দিয়ে ইট পুড়িয়ে যাচ্ছে ইটভাটার মালিক।


সানবি ব্রিকসের মালিক কওসার আলীর সাথে কথা বললে তিনি বলেন, আমি আগে গাছ ক্রয় করে এনে আমার ব্রিকসে ইট পোড়ানোর কাজে ব্যবহার করতাম । যখন এসেছেন এখন থেকে আর কাঠ দিয়ে ইট পোড়াবো না। আমি আগামীকালকের ভিতরে কাঠগুলো সব সরিয়ে নেবো। ইটভাটায় কাঠ পোড়ানো বন্ধ করতে এলাকাবাসি উপজেলা ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram