গাংনী উপজেলা চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের মতবিনিময়

গাংনী প্রতিনিধি ঃ মেহেরপুরের গাংনী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরেএই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার আয়োজন করে গাংনী উপজেলা প্রেসক্লাব অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয় গাংনী উপজেলা প্রেসক্লাব। গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল,সাংবাদিক জুলফিকার আলী কানন,গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক,সাংবাদিক এ সিদ্দিকী শাহিন,উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এমএ লিংকন, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক লিটন মাহমুদ, অর্থ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,চৌগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রকিবুল ইসলাম,উপজেলা প্রেসক্লাবের অন্যতম সদস্য ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি হারুন-অর-রশীদ রবিসহ উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাহাজুল সাজু।