আলমডাঙ্গার যুবদল নেতা মরহুম আব্দুল হাই বল্টুর পিতা আব্দুল বারী আর নেই
আলমডাঙ্গার পৌর যুবদল নেতা মরহুম আব্দুল হাই বল্টুর পিতা আব্দুল বারী আর নেই (ইন্না ইল্লাহি•••••• রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘ দিন বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ৪ জানুয়ারী রাত ১১টায় মৃত্যু বরণ করেন।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়ার মৃত কিয়ামদ্দিন মন্ডলের মেজো ছেলে আব্দুল বারী। তিনি বার্ধক্য জনিত রোগের কারণে দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা গ্রহন করেছেন। বেশ কিছুদিন ধরে নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। মরহুম আব্দুল বারী আলমডাঙ্গা পৌর যুবদল নেতা মরহুম আব্দুল হাই বল্টুর পিতা।
২০১২ সালে সন্ত্রাসীরা আব্দুল হাই বল্টুকে কুরবানী ঈদের আগের রাতে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে মৃত্যু বরণ করে। তার পর থেকেই মরহুম বল্টুর পিতা মরহুম আব্দুল বারী ছেলে হারিয়ে অসুস্থ হয়ে পড়েন। মরহুম আব্দুল বারী ছিলেন মরহুম বল্টু হত্যা মামলার বাদী।
৫ জানুয়ারী মঙ্গলবার বেলা ১১ টার দিকে দারুস সালাম ঈদগা ময়দানে জানাজা নামাজ শেষে দাফন করা হবে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় ছোট ছেলে মিন্টু সকলের নিকট দোয়া কামনা করেছেন।