আলমডাঙ্গায় পৌর কৃষকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা পৌর কৃষকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারী বিকালে থানাপাড়ায় মন্টু চেয়ারমানের বাগান বাড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর কৃষকলীগের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা শ্রী সৌমেন্দ্রনাথ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হক, সাবেক চেয়ারম্যান আবু জমজম, কৃষিবীদ খান আব্দুল মোতালেব, উপজেলা কৃষকলীগের সিনিয়র সহসভাপতি মোহন মিয়া, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান আরশাদুল আলম মন্টু।
পৌর কৃষকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহব্বায়ক সাহাবুল হকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সদস্য শ্রী বাদল মজুমদার, নিশান আহমেদ, শ্রী বিধান কুমার বেধ, ফজলুর রহমান, আবুল কাসেম, সুরোত আলী মেম্বার, সুফিয়া মেম্বার, আমিরুল ইসলাম, কামরুজ্জামান, মন্টু মিয়া, হাফেজ মোতালেব, শ্রী রাজ কুমার বেধ, তুহিন রহমান, জামাল উদ্দিন, হামিদুল, আব্দুল লতিফ, বদর উদ্দিন, সাইফুল ইসলাম ঠান্ডু প্রমুখ। মতবিনিময় সভা শেষে কেন্দ্রীয় কৃসকলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম পানুকে সঙ্গে নিয়ে উপজেলা ও নবগঠিক পৌর কমিটির নেতাকর্মিরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন।