সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতিক বিশ্বাসের জন্মদিন পালন ও সংবর্ধনা অনুষ্ঠান

আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের আয়োজনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব লালনগীতি শিল্পী আতিক বিশ্বাসের জন্মদিন পালন ও নবনির্বাচিত জেলা পরিসদ সদস্য এবং বণিক সমিতির সেক্রেটারিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সভাপতি আশরাফুল হক লুলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু। বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি জেলা পরিষদের সদ্য নির্বাচিত সদস্য মিজানুর রহমান ও আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কামাল হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – বি আর ডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রেজাউল করিম, কমলকান্তি চক্রবর্তী, তরিকুল ইসলাম, পান্না, তবলা বাদক মাহফুজুল হক তুষার, বংশি বাদক মনোয়ার হোসেন খোকন, মাস্টার, তাজুল ইসলাম, হাবিব, মোমিন প্রমুখ।