আলমডাঙ্গা পৌর সভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী স্বপনের মোটর সাইকেল শো-ডাউন ও পথসভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা পৌর সভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী জহুরুল ইসলাম স্বপনের পক্ষে মোটর সাইকেল শো-ডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর সন্ধ্যায় এরশাদপুর চাতাল মোড় থেকে মোটরসাইকেল শো-ডাউন বের হয়ে ৩ নং ওয়ার্ডের সকল পাড়া-মহল্লা ও প্রধান প্রধান সড়ক প্রদর্শন শেষে ফায়ার সার্ভিস অফিসের পাশে চাতালে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান বক্তা ছিলেন পৌরসভা নির্বাচনে ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান মনি, সাবেক কাউন্সিলর জেহেন আলী সেন্টু, আলম হোসেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি হাসেম আলী, মনি ঠাকুর, দিলু, ওমর ফারুক, লক্ষন, বিষ্ণু, স্বপন ঘোষ, সালমান, শুভ ঠাকুর, দিপ্ত, দিপংকর, শুভ, দিব, উত্তম ঘোষ, শ্রাবন, ঝন্টু, উজ্জল পরামানিক, অমল, মিলন, বিষ্ণু, প্রসেন, ইন্দ্র, দেবু, বিশিষ্ঠ ব্যবসায়ী মিলন, রিয়েল, মিলন হোসেন, সেলিম, সদায় ঘোষ, ভগিরত, তাপস, পবন, প্রসেন ঘোষসহ প্রায় ২ শতাধিক সমর্থন।