মেহেরপুরে ছাত্রদলের ৪২'তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মেহেরপুর প্রতিনিধি। "রক্তে জেগেছে ঢেউ স্লোগান তুলেছি গণতন্ত্র মুক্তির আন্দোলন রুখতে পারবে না কেউ" এই প্রতিবাদ্য নিয়ে মেহেরপুরে ছাত্রদলের ৪২'তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ দুপুরে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসাইন। প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও আসন্ন গাংনী পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থি আসাদুজ্জামান বাবলু।
বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা কৃষক দলের আহবায়ক মাহাবুবুর রহমান,জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আলমগীর হোসেন, সিনিয়র সহ সভাপতি মাসুদ ক্যলিম ডন, সাংগাঠনিক সম্পাদক সাইদ বীন রফিক সিজার,গাংনী উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক নাজমুল খান প্রমুখ।
এসময় সাবেক সদস্য সচিব মোস্তাফিজুর রহমান কাজল,গাংনী পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক রেজওয়ানুল হক ইমন,সাবেক সদস্য সচিব তরিকুল ইসলাম, গাংনী সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক জুনায়েদ হোসেন সহ আরো উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পৌর এবং কলেজ শাখার সকল ইউনিটের নেতৃবৃন্দ।