শৈলকুপায় ব্যাটারী চালিত ইজিবাইক খাদে,চাপা পড়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ২৭, ২০২০
84
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় ব্যাটারী চালিত ইজিবাইক উল্টে নুরুল জোয়ার্দার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। ঘটনাটি শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে ঘটেছে। এসময় চালকসহ আহত হয়েছে দুইজন।
নিহত বৃদ্ধ ওই গ্রামের মৃত আদেল উদ্দিন জোয়ার্দারের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, ভাঙ্গা রাস্তা হওয়ায় ইজিবাইকটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পাশের পুকুরে উল্টে যায়। এসময় এক যাত্রী ইজিবাইকের নিচে চাপা পড়ে পানিতে ডুবে যায়।
খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে পুকুর থেকে ইজিবাইক ও যাত্রী নুরুল জোর্য়াদারের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় ইজিবাইকের চালক আহত পান্নুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।