আলমডাঙ্গায় নিবার্চনে মেয়রপ্রার্থী আবু মুছার গণসংযোগ অব্যাহত

আলমডাঙ্গা পৌরসভা নিবার্চনে মেয়রপ্রার্থী আবু মুছার পক্ষে গণসংযোগ শেষে মহামারি করোনার প্রকোপ থেকে সুরক্ষা পেতে সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে।
২৬ ডিসেম্বর শনিবার বিকালে আলমডাঙ্গা পৌর এলাকার ৪নং ওয়ার্ডের আনন্দধাম, হাউসপুর নিবার্চনী গণসংযোগ শেষে সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন।
গণসংযোগ শেষে মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের নিবার্হী সদস্য জেলা পরিষদের সদস্য, আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি মেয়র পদ প্রার্থী আবু মুছা।
এসময় উপস্থিত ছিলেন আব্দুল জলিল, শাহিন, কামাল, বসির, শমির, ভাদু, মিন্টু, মনা, বিপুল, সুজন, সাইফুল, আখিঁ, সহিদুল, আনন্দ, সবুজ, জহুরুল, শাহিন, আলমগীর, লিটন, রফিকুল, রানা, রাব্বি, জিহাদ, জাহেদ, আশরাফুল, হারেজ, সিদ্দিক মাস্টার, সাহাবুদ্দিন, জামাল, লালন, মিঠুন, গোবিন্দ, বাবু, সেন্টু, খাইরুল, আসিফ, ইনামুল, আল আমিন, শাওন, রঞ্জু, প্রমুখ।