১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গা মোহনা বন্ধু সমিতি বার্ষিক সাধারণ সভায় জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ২৬, ২০২০
236
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গা মোহনা বন্ধু সমিতি(১৯৭৭-১৯৭৮) ব্যাচের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর সকাল থেকে মোহনা বন্ধু সমিতির বার্ষিক সাধারণ সভা থানাপাড়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন আলী আজগর।

সভায় মোহনা বন্ধু সমিতির সভাপতি আজিজুল হক সোমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন । এসময় তিনি বলেন, আলমডাঙ্গা মোহনা বন্ধু সমিতির (১৯৭৭-১৯৭৮) ব্যাচ একটি বড় সংগঠন। তারা সমিতির বন্ধু ও বন্ধুপরিবারের সদস্যদেরসহ এলাকায় বিভিন্ন কর্মকান্ডে সাহায্য সহযোগীতা করেন। তাদের পাশে সমাজের বৃত্তবান ব্যক্তিরা এগিয়ে আসলে সমিতির কর্মকান্ড আরও বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, আলমডাঙ্গার বুকের উপর দিয়ে সীমান্ত ও বেনাপোল এক্সপ্্েরস টেন যাওয়া আসা করে। এই ট্রেন দুটি আলমডাঙ্গা ষ্টেশনে স্টোপেজ হয়না। আপনারা আমার কাছে স্টোপেজ দেওয়ার বিষয়ে জোরদাবী করে করেছেন। আমি এই দুটি ট্রেন স্টোপেজ করার জন্য আন্তরিক চেষ্টা করবো।


বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পাইলট স্কুলের প্রাক্তন শিক্ষক আফিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডা. সাহবুদ্দিন আহমেদ সাবু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান খান, মোহনা বন্ধু সমিতির উপদেষ্টা ডা. জিল্লুর রহমান, আনসার আলী, গিয়াস উদ্দিন জোয়ার্দ্দার, সিনিয়র সহসভাপতি বোরহান উদ্দিন।

বন্ধু কল্যাণ সম্পাদক ব্যাংকার মানোয়ার হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহসভাপতি রবিউল আলম বাবলু, সাধারন সম্পাদক রওশন আলী, সহসধারন সম্পাদক সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ তোফাজ্জেল হোসেন তোতা, সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন মন্টু, দপ্তর সম্পাদক আকরাম আলী খান, ধর্মীয় সম্পাদক মাও. আনিছুর রহমান, প্রচার সম্পাদক ডা. শহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুল হামিদ, আন্তর্জাতিক সম্পাদক ইদ্রিস আলী, ত্রান সম্পাদক আব্দুল হান্নান, শিক্ষা বিষয়ক সম্পাদক ওমর আলী, কার্যকারী সদস্য শহিদুল ইসলাম, হাজী শহিদুল ইসলাম, আব্দুল গণি মাস্টার, শহিদুল ইসলাম, আলফাজ উদ্দিন টিটু, আলিমুজ্জামান কামাল, রেজাউল হক, আব্দুল মালেক, শফি উদ্দিন, আজিজুর রহমান চৌ. শহিদুল ইসলাম, ইকবাল হোসেন, আব্দুর রাজ্জাক, নাসির উদ্দিন, রইচ উদ্দিন, গোলাম সরোয়ার, মিজানুর রহমান, সাধারন সদস্য সহকারী অধ্যাপক জামাল হোসেন, মোল্লা মোস্তাক আহামেদ, মুন্সি আমিরুল ইসলাম, জীবন কুমার সাহা, আব্দুল্লাহ আল হুসাঈন দিপক, হাজী জহুরুল ইসলাম, ডা.আফাজ উদ্দিন, ডা. শ্রী উদয় শংকর, শ্রী তরুন কুমার সাহা, হাফিজ উদ্দিন, মকবুল হোসেন, আলমগীর হোসেন, আবু মুসা, সিদ্দিকুর রহমান জানু প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram