গাংনীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ১৮২ বোতল ফেন্সিডিল সহ আসাদ আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টায় বাওট এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসাদ আলী তেঁতুলবাড়িয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামের জামান আলীর ছেলে।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এস আই) অজয় কুমার কুন্ডু জানান,করমদি এলাকা থেকে একটি পাখিভ্যান যোগে ফেন্সিডিল পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশে অভিযান চালিয়ে আসাদ আলীকে গ্রেফতার করা হয়। এসময় পাখিভ্যান থেকে ১শ’৮২ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ফেন্সিডিল পাচারের ব্যবহৃত একটি পাখি ভ্যান জব্দ করা হয়।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান,মাদক ব্যবসায়ী আসাদ আলীকে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূবর্ক গাংনী থানায় হস্তান্তর করা হবে।