কোটচাঁদপুরে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পরিবার বলছে পুর্ব শত্রুতার জের!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া প্রথম শ্রেনীর এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে শিশুটির মা বাদী হয়ে কোটচাঁদপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার মামুনশিয়া গ্রামে। তবে পুর্ব শত্রæতার জের ধরে প্রতিশোধ নিতেই ষড়যন্ত্র করে মামলা করেছে প্রতিপক্ষ মর্মে অভিযোগ করছেন আসামি পিতা ইউসুফ হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, কোটচাঁদপুরের মামুনশিয়া গ্রামের পশ্চিমপাড়ার প্রথম শ্রেনীতে পড়ুয়া শিশু কন্যা সোমবার সন্ধায় প্রকৃতির ডাকে বাড়ির পার্শ্ববর্তী একটি বাথরুমে যায়। এসময় মামলার আসামী একই গ্রামের ইউসুফ হোসেনের ছেলে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র বিপ্লব হোসেন (১৬) জোরপূর্বক শিশুটির মূখ চেপে ধরে সোনা মিয়ার পুকুর পাড়ে নিয়ে ধর্ষণ করে। শিশুটির আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম জানান, শিশু কন্যা ধর্ষণের অভিযোগে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলা নং-১১ তারিখ- ২২-১২-২০২০। আসামীকে আটক করতে অভিযান চলছে।