১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় নির্বাচনে মেয়রপ্রার্থী ইয়াকুব আলী মাস্টারের মোটরসাইকেল শো-ডাউন ও পথসভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ২৪, ২০২০
111
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থী ইয়াকুব আলী মাস্টারের পক্ষে মোটরসাইকেল শো-ডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর রবিবার বিকাল ফুড গোডাউনের সামনে থেকে মোটর সাইকেল শো-ডাউন বের হয়ে পৌর এলাকার গোবিন্দপুর, হাইরোড, বন্ডবিল, কলেজপাড়া, আনন্দধাম, হাউসপুর, হাজী মোড়, পশুহাট, বাবুপাড়া, বাজার প্রদর্শণ করেন। মোটরসাইকেল শো-ডাউন শেষে আলিফ উদ্দিন মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান বক্তা ছিলেন পৌর নির্বাচনে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশি মেয়রপ্রার্থী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক হাটবোয়ালিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী। এসময় তিনি বলেন, পৌর নির্বাচনে দল যাকে নৌকা প্রতীক মনোনিত করবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীককে বিজয় করতে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আপনারা একজন যোগ্য ও শিক্ষিত ব্যক্তিকে পৌর নির্বাচনে নির্বাচিত করে আলমডাঙ্গা পৌর সভার সাধারন নাগরিকের সেবা করার সুযোগ দিন।


এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, জেলা কৃষকলীগের সহসভাপতি আশাদুল ইসলাম, এমএস জোহা কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান, প্রভাষক মুনসুর আহম্মেদ, সামসুল, মাহবুব, মনিরুজ্জামান, রফিকুল ইসলাম মাস্টার, ইউসুচ আলী মাস্টার, মুনসুর আলী মাস্টার, মহাসনি মাস্টার, হেলাল উদ্দিন মাস্টার, গৌতম মাস্টার, সালে আক্তার মাস্টার, নাসির উদ্দিন মাস্টার, মকবুল হোসেন, আব্দুল মালেক, আব্দুর রাজ্জাক, বুরহান উদ্দিন, খন্দকার আমিরুল হক বাবলু, রজব আলী, খন্দকার রেজাউল হক বাবু, রাশেদ মার্সাল, আল আসিফ সুক্ত, খন্দকার মারফত, খন্দকার বাপ্পি, শাহাবুল ইসলাম প্রমুখ ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram