আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৬ জনকে জরিমানা
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পৌরসভা আইনে, সড়ক পরিবহণ আইনে ও মাস্ক পরিধান না করার অপরাধে ১৬ জনকে জরিমানা করেছেন। ২৩ ডিসেম্বর আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী নির্বাহী ম্যাজিষ্ট্রেড হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার হাউসপুর, আনন্দধাম, পুরাতন বাজার, হাজীমোড়, পশুহাট এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে পৌর এলাকার রাস্তার উপর নির্মাণাধীন বিল্ডিংয়ের মালামাল রাখার দায়ে, সড়কে অবৈধ যানবাহন দ্রুত গতিতে চালানো ও মাস্ক পরিধান না করার অপরাধে জরিমানা করেন।
এসময় পৌর সভা আইনে বাদেমাজু গ্রামের নুর ইসলামের ছেলে সুমন আলীকে ৫শ টাকা, দোয়ারপাড়ার জয়নাল আবেদীনের ছেলে মনিকে ১ হাজার টাকা, মিয়াপাড়ার মহি উদ্দিনের ছেলে রিপন আলীকে ২ হাজার টাকা, আরএফএল কোম্পানীর ড্রাইভার নোয়াখালির মোয়াজ্জেম হোসেনকে ৫শ টাকা ও পুরাতন বাজারের শহিদুলকে ১ হাজার টাকা এবং সড়ক পরিবহণ আইনে বাস্তপুরের মোর্তজার ছেলে আলিকে ১ হাজার টাকা ও দূর্গাপুরের আব্দুর রহমানের ছেলে লাল্টুকে ১ হাজার টাকা জরিমানা করেন। এছাড়ার মাক্স পরিধান না করার অপরাধে কৃঞ্চপুরের বাবুকে ৩শ টাকা, নিমতলার সাইদুলকে ৫শ টাকা, কুষ্টিয়া দৌলতপুরের সোবহানকে ৫শ টাকা, ঝিনাইদহ মহেশপুরের মাজেদুলকে ৫শ টাকা, বলরামপুরের মাসুমকে ৫শ টাকা, পারকুলার জামিলকে ২শ টাকা, কুষ্টিয়া সদর উপজেলার শংকরদিয়ার সিরাজুল ইসলামকে ৫শ টাকা, বাদেমাজু গ্রামের শুভকে ৫শ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই জামাল উদ্দিন, আলমডাঙ্গা পৌর সভার স্যানেটারি ইন্সেপেক্টর মাহফুজুর রহমান রানা, লাইসেন্স পরিদর্শক আনিসুর রহমান, সহকারী লাইসেন্স পরিদর্শক সৈয়দ বাবুল আক্তার জুয়েলসহ পৌরসভার বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।