১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহের সামান্তা সীমান্তের বিজিবি কর্তৃক আটটি ভারতীয় গরু আটক

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ২২, ২০২০
151
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামান্তা সীমান্তের আটটি ভারতীয় গরু আটক করেছে বিজিবি সদস্যরা। সামান্তা বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার গোলাম মাওলা জানান, মঙ্গলবার ভোরে গরু চোরাকারবারিরা পিকআপে আটটি ভারতীয় গরু নিয়ে সামান্তা বাজার অতিক্রম করার সময় ৫৮ বিজিবির অধীনন্ত সামান্তা বিওপির টহল দল তাদের গতি রোধ করলে তারা গাড়ি ফেলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এ সময় তারা আটটি গরু আটক এবং পিকআপটি জব্দ করে। গরুগুলোর আনুমানিক মূল্য ৭ লাখ ও গাড়ির মূল্য ১২ লাখ টাকা। ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কামরুল আহসান জানান, একটি সিন্ডিকেট গোপনে ভারতীয় গরু পাচার করছিল এমন সংবাদ পেয়ে সামান্তা বাজার থেকে গরু আটক ও গাড়ি জব্দ করা হয়। এগুলো দর্শনা কাস্টমসে জমা দেয়া হয়েছে। সীমান্তে যে কোনো ধরণের চোরাচালান কঠোর হস্তে দমন করা হবে,’ যোগ করেন কামরুল আহসান।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram