৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি আয়োজনে আলমডাঙ্গার ফরিদপুরে পাঠক বৈঠক ও পিঠামেলা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ১৬, ২০২০
145
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি আয়োজনে আলমডাঙ্গার ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠক বৈঠক ও পিঠামেলা অনুষ্ঠিত হয়েছে । করোনাকালীন বই আদান-প্রদান, পাঠ প্রতিক্রিয়া ও নতুন পাঠক উদ্বুদ্ধকরণ ছিল এ পাঠক-বৈঠকের উদ্দেশ্য ।


চন্দন পালের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন আলমডাঙ্গা স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরির প্রধান উদ্যোক্তা ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সাংবাদিক সমিতির সভাপতি ও ফিনানন্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সহসম্পাদক এনামুল হক। পাঠকদের সাথে মতবিনিময়ে অংশ নেন বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, সাংবাদিক রহমান মুকুল, বহুজাতিক কোম্পানির কর্মকর্তা উজ্জ্বল খন্দকার, আলমডাঙ্গা সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক সাঈদ হিরণ, সাদ্দাম হোসেন।


এছাড়াও পাঠকদের মধ্যে মুক্ত বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থি মারিয়া আক্তার, আলমডাঙ্গা ডিগ্রী কলেজের শিক্ষার্থি সুবর্ণা খাতুন, ৮ম শ্রেণির শিক্ষার্থি রিতু প্রমুখ।


বৈঠকে মুক্তিযুদ্ধের লাখ শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে মুক্তিযুদ্ধের চেতনা সকল শিক্ষার্থীদের মাঝে জাগ্রত করতে উপস্থিত সকলকে প্রকৌশলি মুহম্মদ জাফর ইকবালের মুক্তিযুদ্ধের ইতিহাস বইটি উপহার দেওয়া হয়। শেষে স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরির স্বেচ্ছাসেবক মারিয়া আক্তার ও সুবর্ণা খাতুনের নেতৃত্বে নবান্নের রকমারি পিঠার সম্ভার নিয়ে পিঠামেলা অনুষ্ঠিত হয়েছে।


অন্যদিকে, সন্ধ্যায় আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরি পৃথক অভিভাবক সমাবেশের আয়োজন করে। এ অভিভাবক সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্যিক আনোয়ারুল ইসলাম সাগর, সহকারী অধ্যাপক কবি আসিফ জাহান, প্রভাষক একে এম ফারুক, প্রভাষক আমিরুল ইসলাম জয়, আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, সাহিত্যিক ও সাংবাদিক হামিদুল ইসলাম আজম, আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের শিক্ষক শামীম রেজা, দীলিপ কুমার সরকার প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram