৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর মর্যাদা অক্ষুন্ন রাখার প্রত্যয়ে আলমডাঙ্গায় সরকারি কর্মকর্তা-কর্মচারিদের মানববন্ধন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ১৩, ২০২০
63
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এ স্লোগানকে প্রতিপাদ্য করে  আলমডাঙ্গায় সরকারি কর্মকর্তা-কর্মচারিরা মানববন্ধন করেছেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ১২ ডিসেম্বর শনবিার সকাল ১১টায় আলমডাঙ্গা উপজলো পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন রচিত হয়। এ মানববন্ধনে উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারি ছাড়াও স্বেচ্ছায় বিভিন্ন সংগঠণ অংশ নেন।

এ মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দিতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী উল্লেখ করেন, যারা জাতির পিতার ভাষ্কর্য ভাংচুর করেছে তারা গর্হিত অপরাধ করেছেন। তাদেরকে শাস্তি পেতেই হবে। বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িত সকলকে অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা করার দাবি করছি। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড সালমুন আহমেদ ডন ও কাজী মারজাহান নীতু,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহেল কাফি, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দীন, উপজেলা প্রকৌশলি আব্দুর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, আলমডাঙ্গা সরকারি কলজেরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার প্রমূখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram