আলমডাঙ্গায় টলির নিয়ন্ত্রণ হারিয়ে ১ জনের মৃত্যু
প্রতিনিধি :
সাম্প্রতিকী ডেক্স
আপডেট :
ডিসেম্বর ১২, ২০২০
161
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
সাম্প্রতিকী ডেক্স: আলমডাঙ্গায় টলির নিয়ন্ত্রণ হারিয়ে ১ জন মৃত্যুবরণ করেছেন। আজ আনুমানিক সকাল সাড়ে ৬ টার সময় মাহিন্দ্র ট্রাক্টর (টলি) আলমডাঙ্গার উদ্দেশ্যে যাওয়ার গজারিয়া হেমায়েতপুর মসজিদের পাশে গর্তের ঝাকিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাক্টর এর নিচে পড়েন ট্রাক্টর চালক রুহুল আমিন (৪৫)। ঘটনাস্থলেই তিনি নিহত হয়। রুহুল আমিন গাংনীর শিশিরপাড়া গ্রামের মৃত ইশারত আলীর সন্তান। রুহুল আমিন তিন সন্তানের জনক।
হেমায়েতপুর গ্রামের মৃত আব্দুল বারেক এর ছেলে জিনারুল এর সহযোগিতায় স্থানীয়রা লাশ উদ্ধার করেন। পরে হেমায়েতপুর ক্যাম্পে সংবাদ দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশের পরিচয় জানার চেষ্টা করেন এবং পরে লাশের পরিচয় গাংনী শিশির পাড়া বসতি পাড়া বলে জানা যায়। ট্রাক্টরটির মালিক গাংনী উপজেলার ঝোড়পাড়া মিন্টু মিয়ার।