আলমডাঙ্গা কুষ্টিয়া সড়কে নওদাপাড়া ব্যাঁকে সড়ক দূর্ঘটনায় আহত ২

আলমডাঙ্গা কুষ্টিয়া সড়কে নওদাপাড়া ব্যাঁকে সড়ক দূর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী আহত হয়েছে। ১০ ডিসেম্বর সকালে কুয়াশায় আছন্ন রাস্তায় দ্রæত গতিতে নওদাপাড়ার ব্যাক ঘুরতে গেলে অন্য একটি গাড়ির সাথে ধাক্কা লেগে পড়ে মারাত্মক আহত হয়।
জানাগেছে, কুষ্টিয়া সদর উপজেলার সংকরদিয়া গ্রামের রতন আলীর ছেলে মুন্না আলী(১৫) ও পাশর্^বর্তি শরুফপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে রিয়াজ(১৫) দুই বন্ধু মিলে আলমডাঙ্গা জগন্নাথপুর নানা বাড়িতে আছে। ৯ ডিসেম্বর বিকালে একটি মোটরসাইকেল যোগে নানা বাড়িতে গাজির গান শুনতে আসে দুই বন্ধু।
রাতে গান শুনে সকালে মোটর সাইকেল যোগে বাড়িতে ফেরার পথে কুয়াশায় আসন্ন রাস্তায় কুষ্টিয়া সড়কের নওদাপাড়ার ব্যাঁকে অন্য গাড়ির একটি সাথে ধাক্কা পড়ে যায়। এসময় মুন্নার মাথায় ও বুকে প্রচন্ড আঘাত পায় ও রিয়াজের একটি পা ভেঙ্গে যায়। পরে মুন্নাকে রাজশাহী মেডিকেল কলেজহাসপাতালে ও রিয়াজকে কুষ্টিয়া মেডিকেল কলেজহাসপাতালে নিয়ে ভর্তি করে।