মেহেরপুরে মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে স্পোর্টস রাইডাস জয়ী

মেহেরপুর অফিস ॥ মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মিউনিসিপালিটি চ্যালেঞ্জার শোচনীয় পরাজিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত মিউনিসিপ্যালিটি চ্যালেঞ্জার নিজস্ব প্রথম খেলায় ৭ উইকেটের বড় ব্যবধানে ৩ নম্বর ওয়ার্ড স্পোর্টস রাইডার্স এর কাছে পরাজিত হয়।
প্রথমে ব্যাট করতে নেমে মিউনিসিপালিটি চ্যালেঞ্জার স্পোর্টস রাইডার্স ১৫ ওভার ৪ বলে মাত্র ৪৭ রান করে সবাই আউট হয়ে যায়। জবাবে খেলতে নেমে স্পোর্টস রাইডার্স মাত্র ৩০ বল মোকাবেলা ৩ উইকেটের খরচায় কাঙ্খিত জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
ব্যাটসম্যান সজীবের ব্যাট থেকে আসে ৩০ রান পেয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। এসময় মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন, কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন, ক্রিকেট কোচ হাসানুজ্জামান হিলন, মাহবুব ডালিম, উজ্জ্বলসহ অসংখ দর্শক খেলাটি উপভোগ করেন।