১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত সদস্যদের সৌজন্য সাক্ষাত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ৭, ২০২০
100
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত সদস্যরা আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও  পৌর মেয়রের সাথে সৌজন্য সাক্ষাত করেছে। ৭ ডিসেম্বের সকাল ১০টায় পৃথক পৃথকভাবে সৌজন্য সাক্ষাত করেন।

বণিক সমিতির নবনির্বাচিত সকল সদস্যরা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেনের অফিসে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।  পরে সৌজন্য সাক্ষাতকালে উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন বণিক সমিতির সকল সদস্যদের অভিনন্দন জানান।

এরপর উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলীকে ফুলেল শুভেচ্ছা  জানিয়ে সৌজন্য সাক্ষাত করেন বণিক সমিতির নবনির্বাচিত সদস্যরা।  একই সময় উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডনের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

পরে উপজেলা পরিষদ থেকে উপজেলা জেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুর বাড়িতে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং সৌজন্য সাক্ষাত করেন।

সৌজন্য সাক্ষাত কালে বণিক সমিতির নির্বাচিত সদস্যদের উদ্দেশ্য করে বলেন, আপনারা আলমডাঙ্গার সবচেয়ে বড় একটি সংগঠনের দায়িত্ব ভার গ্রহণ করেছেন। ব্যবসায়ীরা তাদের মুল্যবান ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছেন। সবাইকে এ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি আরেফিন মিয়া মিলন, সম্পাদক কামাল হোসেন, সহসভাপতি  একে এম এনামুল কবির, কামরুজ্জামান হিরা, সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ আলা উদ্দীন, ক্রীড়া সম্পাদক বাবলুর রহমান , ধর্ম সম্পাদক হাফেজ মো: মোতালেব হোসেন, দপ্তর সম্পাদক আইয়ুবুর রহমান, সদস্য আব্দুল ওহাব, জসিম উদ্দীন, জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন ক্যাপ, ফজলুর রহমান বিশ্বাস, মীর মতিয়ার রহমান, মনিরুদ্দীন, রেজাউল হক তোতা, শফিউল হাসান মিলন ও সিরাজুল ইসলাম।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram