মেহেরপুর আমঝুপিতে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে ভাংবাড়িয়া চ্যাম্পিয়ন

মেহেরপুর অফিস \ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরীর উদ্যোগে আমঝুপি মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে ভাংবাড়িয়া ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার বিকালে ফাইনাল খেলায ভাংবাড়িয়া ফুটবল একাডেমি ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে ৪-২ গোলে স্বাগতিক আমঝুপি পাবলিক লাইব্রেরী কে পরাজিত করে শিরোপা জয় করে।
টুর্ণামেন্টে ভাংবাড়িয়ার গোলরক্ষক আরাফাত ম্যান অফ দ্যা ম্যাচ এবং একই দলের মেরাজ ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন। আমঝুপি পাবলিক লাইব্রেরীর সেলিম সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন।
খেলা শেষে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজযীদের মাঝে পুরস্কার তুলে দেন।
আমঝুপি ইউপি চেযারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাজনপুর ইউপি চেযারম্যান আমাম হাসান মিলু বিশ্বাস, জাহানারা ল্যাব এন্ড নার্সিং হোমের স্বত্বাধিকার ডাঃ মেহেদী হাসান লিটন।