আলমডাঙ্গা বণিক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

আলমডাঙ্গা বণিক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর সন্ধ্যায় আলমডাঙ্গা বণিক সমিতির নিজস্ব ভবনে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শপথ অনুষ্ঠানে আলমডাঙ্গা বণিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব শমসের আলী মল্লিকের সভাপতিত্বে উপস্থিত বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম মিয়া, সাবেক সভাপতি মকবুল হোসেন, সাবেক সেক্রেটারি আলহাজ্ব রবিউল ইসলাম পকু, সাবেক সেক্রেটারি আলহাজ্ব মীর শফিকুল ইসলাম, নব নির্বাচিত সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক কামাল হোসেন।
শপথ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও নবনির্বাচিত বণিক সমিতির সদস্যদের শপথ বাক্যপাঠ করান আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম । অনুষ্ঠান শেষে সমিতির হিসাব বুঝিয়ে দেন সহকারি নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারি ব্যাংকার শহিদুল ইসলাম।
প্রভাষক একেএম ফারুকের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন - বিশিষ্ঠ ব্যবসায়ী সাবেক চেয়ারম্যান আজিবার রহমান, মনিরুজ্জামান, হাজী আহমদ আলী, সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন ও সাইফুল ইসলাম লিটন, নবনির্বাচিত সহসভাপতি কামরুজ্জামান হিরা, সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, সাবেক সহসম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাবেক সাংগঠণিক সম্পাদক জনি মিয়া, নবনির্বাচিত কোষাধ্যক্ষ আলা উদ্দীন, ক্রীড়া সম্পাদক পদে বাবলুর রহমান , ধর্ম সম্পাদক হাফেজ মো: মোতালেব হোসেন, দপ্তর সম্পাদক আইয়ুবুর রহমানসহ বণিক সমিতির নবনির্বাচিত ও সাবেক নির্বাচিত এবং সাধারন সদস্যবৃন্দ।