১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দোকান ছেড়ে বাথরুমে গিয়ে ৯ জোড়া সোনার কানের দুল খোয়ালেন আলমডাঙ্গার সীতা জুয়েলার্স মালিক

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ২৬, ২০২০
157
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

 কয়েক মিনিটের জন্য দোকান ছেড়ে বাথরুমে গিয়ে ৯ জোড়া সোনার কানের দুল খোয়ালেন আলমডাঙ্গা সোনাপট্টির সীতা জুয়েলার্সের মালিক অসীম কুমার সানতারা মুক্ত। ২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্থ জুয়েলার্স মালিক অসীম কুমার সানতারা মুক্ত জানান, বিকেল ৫টার দিকে তিনি দোকান ছেড়ে বাথরুমে যান। দুই/তিন মিনিট পরে ফিরে গিয়ে দেখেন তার সর্বনাশ হয়ে গেছে। গহনার শো-কেসের একটা ট্রে-তে রাখা সোনার ৯টি কানের দুল উধাও। তার বুঝতে আর বাকী থাকে না যে চোর তার আশপাশেই ওত পেতে ছিল। ৯টি দুলের ওজন প্রায় ৫ ভরি হবে বলে জুয়েলার্স মালিকের দাবি। যার আনুমানিক মূল্য পায় সাড়ে ৩ লাখ টাকা। 

সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানার এস আই সিদ্ধার্থ ও এস আই সঞ্জিত কুমার ঘটনাস্থলে ছুটে যান। এস আই সঞ্জিত কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে চোর এলাকার পরিচিত কেউ। যে আগেই জুয়েলার্স মালিকের গতিবিধি সম্পর্কে জ্ঞাত ছিল। ঘটনার পর চোর শনাক্ত ও আটক করতে পুলিশ মাঠে কাজ করছে। তবে শহরের বেশির ভাগ সিসিটিভি ক্যামেরা নষ্ট। 

 

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram