হরিণাকুন্ডতে ডোবায় পড়ে ১৮ মাসের শিশুর মৃত্যু
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ২৬, ২০২০
141
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকুন্ডতে পানিতে ডুবে মারা গেছে তৌফিক নামে ১৮ মাস বয়সের এক শিশু। নিহত তৌফিক উপজেলার কুল্লাগাছা গ্রামের লিটন মিয়ার ছেলে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির পিছনে একটি ডোবায় পড়ে শিশুটির মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানান, নিহত ওই শিশুটির মা সকালে রান্না করছিলেন। সেসময় শিশুটি মায়ের পাশেই খেলছিল। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে তার মা আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন।
পরে বাড়ির পাশের একটি ডোবায় শিশুটির ভাসমান মরদেহ পাওয়া যায়। হরিণাকুন্ডু থানার ওসি আবদুর রহিম মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।