আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত সদস্যরা সকল ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাতে
আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা আলমডাঙ্গা বাজারের সকল ব্যবসায়ীদের সাথে দোকানে দোকানে গিয়ে সৌজন্য সাক্ষাত করেন। ২৪ নভেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় আলমডাঙ্গা বাজারে, হাইরোড, লালব্রিজ রোড, আনন্দধাম রোডসহ শহরের বিভিন্ন মোড়ের ছোটবড় ব্যবসায়ীদের সাথে দেখা করেন।
এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি আরেফিন মিয়া মিলন, সম্পাদক কামাল হোসেন, সহসভাপতি একে এম এনামুল কবির, কামরুজ্জামান হিরা, সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ আলা উদ্দীন, ক্রীড়া সম্পাদক পদে বাবলুর রহমান , ধর্ম সম্পাদক হাফেজ মো: মোতালেব হোসেন, দপ্তর সম্পাদক আইয়ুবুর রহমান, সদস্য আব্দুল ওহাব, জসিম উদ্দীন, জাহাঙ্গীর আলম, জয়নাল আবেদীন ক্যাপ, ফজলুর রহমান বিশ্বাস, মীর মতিয়ার রহমান, মনিরুদ্দীন, রেজাউল হক তোতা, শফিউল হাসান মিলন ও সিরাজুল ইসলাস।
এসময় সভাপতি ও সাধারন সম্পাদক বলেন, আপনারা আমাদেরকে বণিক সমিতির নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের সকল প্রকার সুবিধা অসুবিধা আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। সেজন্য আপনারা সকল ব্যবসায়ীগণ আমাদেরকে সহযোগীতা করবেন।