৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনী গণিত পরিবারের নির্বাচনী তফসিল ঘোষনা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১৭, ২০২০
126
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মেহেরপুর প্রতিনিধি। গাংনী গনিত পরিবারের কার্যনির্বাহী পরিষদ ২০২০-২১ এর সাধারণ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গাংনী গনিত পরিবারের সাবজেক্ট কমিটি এ তফসিল ঘোষনা করেন। সাবজেক্ট কমিটি ২০২০ কোভিড ১৯ পরিস্থিতির কারনে তফসিল ঘোষণার আগে নির্বাচনে আগ্রহী প্রার্থীদের জন্য কিছু প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদের মনোনয়নপত্র জুনিয়র মেন্টর, মেন্টর ও অ্যালামনাই সম্পর্কিত ক্লাবের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে দেয়া হবে। মনোনয়নপত্র ডাউনলোড করে তা প্রিন্ট করে ফর্মের নিয়মাবলী অনুসরণ করে প্রার্থীকে স্বহস্তে পূরণ করে স্বশরীরে দায়িত্ব প্রাপ্ত রিটানিং কর্মকর্তা মুসফেকুস সালেহীন মাহফুজ (সাবজেক্ট কমিটি-২০২০, সদস্য নং-৫) এর নিকট জমা দিতে হবে।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় প্রার্থীকে অবশ্যই নির্ধারিত মূল্য পরিশোধ করতে হবে। প্রার্থীতা প্রত্যাহার করতে মনোনয়নপত্রের নিয়মাবলী মানতে হবে। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২১ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ২৪ নভেম্বর, ভোট গ্রহণের তারিখ ও সময় ২৮ নভেম্বর সকাল ৮ থেকে রাত ৮ পর্যন্ত। গাংনী গণিত পরিবারের ভোটার সংখ্যা ১৯৮জন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram