আলমডাঙ্গায় ১ ডরজন মামলার আসামি মতিয়ারের কারাদন্ড
শ্বশুরের নিকট থেকে গাঁজা সেবনে দীক্ষিত রুইতনপুরের মাদকব্যবসায়ি মতিয়ার রহমানকে দেড় বছরের কারাদন্ডাদেশ দিল ভ্রাম্যমাণ আদালত। আটক মাদকব্যবসায়ির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় প্রায় এক ডজন মাদক সংক্রান্ত মামলা রয়েরছে।
৮ নভেম্বর ভোরে গাঁজাসহ আটকের পর আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর নির্বাহী অফিসার হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ওই কারাদন্ডাদেশ প্রদান করেন।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে মতিয়ার রহমান (৪০) মাদকসেবী ও মাদকব্যবসায়ি। এমন সংবাদ পেয়ে হাঁপানিয়া ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করে।
পরে সংবাদ পেয়ে আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দেড় বছরের কারাদন্ডাদেশ প্রদান করেন।
হাঁপানিয়া ফাঁড়ি পুলিশের আইসি এসআই গফোলাম মোস্তফা জানান, মতিয়ার রহমান প্রায় ১২ বচর আগে একই গ্রামের আরশাফ আলীর মেয়ে বিয়ে করে। বিয়ের পর থেকে মাদকসেবী শ্বশুরের নিকট গাঁজা সেবনের দীক্ষা নেয়। পরে নিজেই শুরু করে মাদকব্যবসা। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় ১১/১২টি মামলা রয়েছে।