চুল কেটে ফেলায় বাপ্পির জায়গায় সাইমন
সেই ছোট্ট দীঘি। তার মিষ্টি কথার জন্য যার জনপ্রিয়তা ছিলো আকাশ ছোঁয়া। ‘চাচ্চু আমার চাচ্চু’ ছবিতে শাকিব খানের ভাতিজি চরিত্রে অভিনয় করেছিলেন ছোট্ট দিঘি। তবে এখন সময়ের সঙ্গে সঙ্গে সেই ছোট্ট দিঘি আজ বড় হয়ে গেছে। নায়িকা হিসেবে সিনেমায় অভিনয় শুরু করতে যাচ্ছেন ।
এদিকে বাপ্পি চৌধুরী চুল কেটে বিপাকে পড়েছেন । ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটি শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিতে হয়েছে । বাপ্পির স্থানে সাইমন সাদিককে নিয়েছেন পরিচালক । গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এই সিনেমার শুটিংয়ে আগামী ১৫ নভেম্বর অংশ নেবেন সাইমন।
এ প্রসঙ্গে ঝন্টু বলেন, ‘বাপ্পিকে নিয়েছিলাম। সব ঠিক ছিলো। কিন্তু বাপ্পি চুল কেটে ফেলায় সংকট তৈরি হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে ওর চুল বড় হবে না। এদিকে শুটিংয়ের তারিখ নির্ধারণ করা হয়ে গেছে, যে কারণে বাপ্পি নিজেই সরে গিয়েছে। সে সাইমনকে নিয়েছি।’