কুষ্টিয়ায় ধর্ষণের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের মানব বন্ধন
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ১৪, ২০২০
177
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
সারাদেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদসহ জারিকৃত আইনের প্রয়োগ ও বাস্তবায়ন দাবিতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া সাধারণ শিক্ষার্থীরা মানব বন্ধন করেছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর উপর ‘ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে কুষ্টিয়া’ ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা সোস্যাল মিডিয়ার মাধ্যমে সংগঠিত হয়ে এই মানববন্ধনে অংশ গ্রহণ করে।
অংশ নেয়া শিক্ষার্থীদের প্রত্যেকে নানা দাবি সম্বলিত প্ল্যাকার্ড ধারণ করেন এবং শ্লোগন দেন। এসময় তারা দাবি করেন, অতীতে অনেক আইন জারি হয়েছে কিন্তু সেসব আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন হয়নি বলেই নারীর প্রতি নিপীড়ন ও সহিংসতা বেড়েই চলেছে।