হাঁটুভাঙ্গায় সরকারি জমিতে গরুর খামার নির্মাণ করায় ২০ হাজার টাকা জরিমানা

হাটবোয়ালিয়া প্রতিনিধিঃ আলমডাঙ্গার হাঁটুভাঙ্গা গ্রামে সরকারি জমিতে গরুর খামার নির্মাণ করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১০ অক্টোবর দুপুরে আলমডাঙ্গা সহকারী কমিশনারের ( ভূমি) হুমায়ুন কবীরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
জানা যায়, উপজেলার হাঁটুভাঙ্গা গ্রামের মৃত ফজলু জোয়ার্দ্দারের ছেলে চিহ্নিত মাদকব্যবসায়ী সাজ্জাদ হোসেন সম্প্রতি সরকারি জমি দখল করে গরুর খামার নির্মাণ করেছেন। এ সংবাদ পেয়ে আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সাজ্জাদ হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করে ও সরকারি জমি থেকে স্থাপনা সরিয়ে নিতে ৭ দিনের সময়সীমা বেধে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার আহমেদ বাবলু ও ভাংবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মিজানুর রহমান।